জেলা

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে বিক্ষোভ

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি ও অতি দ্রুত স্কুল খোলার দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বিক্ষোভ দেখিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিদর্শক (মাধ্যমিক) কে আজ ডেপুটেশন দিল । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ডি আই অফিসের সামনে শতাধিক শিক্ষক শিক্ষিকা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এদিন শিক্ষক শিক্ষিকারা মিছিল করে রঘুনাথপুরপুর ট্যাঙ্ক মোড়, সত্যজিৎ মঞ্চ হয়ে ডি আই অফিসের সামনে ঘন্টা খানেক বিক্ষোভ দেখায়। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের গ্রেফতার, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বে নিয়মে ট্রান্সফার সহ অন্যান্য পেশাগত দাবিতে সরব হয় শিক্ষক শিক্ষিকারা। এদিন বিক্ষোভ চলাকালীন সমিতির জেলা সম্পাদক কল্যাণ দাস বলেন, ” আমরা লক্ষ্য করলাম যারা এসএসসির মাধ্যমে যোগ্যতার পরীক্ষা দিয়ে প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য, তারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় পড়ে আছে চাকরির দাবিতে। বর্তমান রাজ্য সরকার সরকারি শিক্ষা ব্যাবস্থাকে দুর্বল করার লক্ষ্যে বিদ্যালয় গুলিকে অযথা বন্ধ রেখেছেন।” জেলা ডিআই অফিস বর্তমান শাসক দলের অফিসে পরিণত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের বিভিন্ন কাজে এসে হয়রানির শিকার হয় বলেও তিনি অভিযোগ করেন।

এদিন শিক্ষক বিক্ষোভে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা কল্যাণ দাস, ভজন সাহা, কল্লোল রায়, হিমাংশু সরকার, অনিমেষ লাহিড়ী , বিভাস চক্রবর্তী প্রমুখ।