প্রকাশ হল ডুরান্ড কাপের সূচি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর চলবে গ্রুপ পর্বের খেলা। কলকাতা সহ মনিপুর, ইম্ফলে চলবে ম্যাচ। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুটো করে ম্যাচ হবে যুবভারতীতে। বাকি দুই ম্যাচ নৈহাটি এবং কিশোর ভারতীয় স্টেডিয়ামে। ১৬ আগস্ট ডার্বি দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এটিকে মোহনবাগানের পরের ম্যাচ ২০ আগস্ট রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে। ২৪ আগস্ট কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে তৃতীয় ম্যাচ সবুজ মেরুনের। ২৮ তারিখ গ্রুপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান। ম্যাচ হবে যুবভারতীতে। ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ২২ আগস্ট মুম্বই সিটির বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে। ২৬ তারিখ রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে নৈহাটিতে লাল হলুদের তৃতীয় ম্যাচ। ৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান নেভির সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের। কলকাতার আর এক প্রধান মহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ ১৯ আগস্ট এফসি গোয়ার বিরুদ্ধে। পরের তিনটে ম্যাচ যথাক্রমে ২৫ আগস্ট, ৩১ আগস্ট এবং ৪ সেপ্টেম্বর। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স। সাদা কালো শিবিরের তিনটে ম্যাচ যুবভারতীতে, একটি নৈহাটিতে। কলকাতার তিন প্রধানের প্রত্যেক ম্যাচই নৈশালকের আলোয় হবে। খেলা শুরু সন্ধে ৬টায়। তবে ডার্বির সময় এখনও জানানো হয়নি। এছাড়া সেমিফাইনাল আর ফাইনালের দিন কবে সেটাও ঘোষণা হয়নি। ম্যাচের সময় শুধু দুপুর ৩ টে আর সন্ধ্যা ৬ টায় থাকছে। গতবার ডুরান্ড কাপ খেলেনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, শুধু মহামেডান খেলে বাংলা থেকে, আর রানার্স হয়। তবে এবার সেনার চাপে দুই প্রধানই ডুরান্ড কাপে মাঠে নামবে। একইসঙ্গে লিগ চ্যাম্পিয়ন গোকুলাম এফসি ডুরান্ড কাপে হয়তো খেলবে না তাঁদের জায়গায় শ্রীনিধি এফসি খেলতে পারে।