এনএফবি, শিলিগুড়িঃ
বুধবার নয় দফা দাবিতে অনশন এবং অবস্থান বিক্ষোভ এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের শিলিগুড়ি শাখা। এদিন শিলিগুড়ির জংশন রেল স্টেশনের সামনে অনশন এবং অবস্থান বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের দাবি, নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করা, গ্রুপ সি-তে আপগ্রেডেশন, রেলের কোয়ার্টার গুলির মেরামত-সহ মোট নয় দফা দাবি।
এই বিষয়ে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রশান্ত কুমার ধর বলেন নতুন পেনশন স্কিমকে বাতিল করে অবিলম্বে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে এর পাশাপাশি এদিন এই অবস্থান বিক্ষোভ থেকে দাবি করা হয়েছে যেভাবে প্রতিনিয়ত রেলের বেসরকারিকরণ করা হচ্ছে এই বেসরকারিকরণ বন্ধ করতে হবে। আর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো।