সপ্তাহান্তে মিলবে স্বস্তি- জানাল আবহাওয়া দফতর

এনএফবি, কলকাতাঃ

আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলিসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

সকাল থেকেই চলছে রোদের দাপট। বেলা গড়ালেই গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মাঝে স্বস্তির খবর সপ্তাহান্তে শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মহানগরে। কলকাতায় পাশাপাশি শনি ও রবিবার দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্র ৪০ ডিগ্রি সেলিসিয়াসের আশেপাশেই থাকবে। রাজ্যের অন্যত্র জেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকবে বা স্বাভাবিকের থেকে সামান্য কম থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি জারি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টির হবে। বাকি জেলা গুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরের আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরমাণ ছিল ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ।


বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ছিলঃ

• আসানসোল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস
• বাঁকুড়া ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস
• বহরমপুর ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস
• বর্ধমান ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস
• ক্যানিং ৩৪ ডিগ্রি সেলসিয়াস
• দমদম ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস
• হলদিয়া ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস
• জলপাইগুড়ি ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস