জেলা

থমকে রবীন্দ্রভবনের সংস্কার, হস্তক্ষেপ জেলা শাসকের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্রভবনের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ। জানা যায় ২০১৪ সালে কেন্দ্র ও রাজ্য ৬০ – ৪০ রেশিওতে এই ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়। কিন্তু কেন্দ্র সরকার শেষ মুহূর্তে হাত পিছিয়ে নেওয়ায় সংস্কার সম্ভব হয়নি। এরপর ২০১৮ সালে ৫ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে রবীন্দ্র ভবনের কাজ শুরু হয় রাজ্য তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। জানা যায় সেই সময় তৎকালীন বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ এই ভবন সংস্কারের জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তবুও নানান সমস্যায় আটকে যায় সংস্কারের কাজ। এরপর ২০২০ সালের মাঝামাঝি সময় ফের প্রেক্ষাগৃহটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আবারও প্রেক্ষাগৃহে এসি বসানোর নকশায় কিছু গোলযোগ দেখা দেওয়ায় কাজটি থমকে যায়।

এরপর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জেলাশাসক আয়েশা রানি এ জেলার দায়িত্ব নেওয়ার পর, তিনি এসি বসানোর নকশার পরিবর্তন ঘটিয়ে কাজটি দ্রুত শেষ করার উদ্যোগ নেন। সেইমতো আবার রবীন্দ্র ভবন সংস্কারের কাজ গতি পায়। তাই সংস্কার কতটা হয়েছে তা খতিয়ে দেখতে রবীন্দ্র ভবন পরিদর্শন করেন জেলাশাসক আয়েশা রানি এ। তার সাথে ছিলেন বর্তমান ডিআইসিও রাজেশ কুমার মন্ডল।