এনএফবি,কোচবিহারঃ
সেতুর দাবি জানিয়ে সেচ দফতরের দ্বারস্থ হলেন কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ড লাগোয়া তোর্সার চর এলাকার বাসিন্দারা। মূলত ১৮ নম্বর ওয়ার্ড এবং পূর্ব কারিশাল এলাকার ওই বাসিন্দাদের অভিযোগ, সেতু না থাকায় তাঁদের ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে এসে শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। তাই নিরুপায় হয়ে এদিন তাঁরা সেচ দফতরের দ্বারস্থ হয়েছেন। সেচ দফতরকে ওই স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী মিনতি রায়, কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাহুল রায় সহ অন্যান্যরা।
উল্লেখ্য, পূর্ব কারিশাল এলাকার অধিকাংশ বাসিন্দাই কোচবিহার শহরের উপর নির্ভরশীল । সেইসাথে টাকাগাছ ও রাজার হাট গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ মানুষ নিম্নমধ্যবিত্ত হওয়ার কারণে তারা রুটি-রুজির জন্য প্রতিনিয়ত কোচবিহার শহরে ছুটে আসে। সারা বছর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করলেও বর্ষার সময় তাঁদের শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে সমস্যায় পড়তে হয়, তাই সাঁকো হলে তাঁদের দীর্ঘ দিনের ওই সমস্যা মিটে যাবে বলে বাসিন্দারা জানিয়েছেন।