স্থানীয়

কালভার্ট ধসে পড়ার আতঙ্কে আতঙ্কিত মোহিত নগরের বাসিন্দারা

এনএফবি,জলপাইগুড়িঃ

ফোর লেনের নালা কাটার জলে মাটি ধসে নতুন কালভার্ট ধসে পড়ার উপক্রম হয়েছে। বিপদজনক অবস্থায় রয়েছে কয়েকটি বাড়ি। এই পরিস্থিতি জলপাইগুড়ি মোহিত নগর এলাকায়। কয়েকদিন আগেই তৈরি হয়েছিল বিধায়ক প্রদীপ কুমার বর্মার তহবিল থেকে একটি কালভার্ট। এই কালভার্ট তৈরি হওয়ায় ঐ এলাকার কয়েকটি পরিবার পারাপারের সুবিধা হয়েছে। কিন্তু কয়েক দিন আগে লাগাতার বৃষ্টির জন্য ফোর লেন কর্তৃপক্ষ ফোর লেন থেকে একটি নালা কাটে। আর এই কারণে সেই নালার জলের জন্য নতুন ভাবে তৈরি হওয়া কালভার্টের নিচের মাটি ধসে এখন বিপদজনক অবস্থায় রয়েছে। যখন তখন পড়ে যেতে পারে তা। মাটি নিচের সবটাই ধসে গেছে। পাশেই কয়েকটি বাড়ি আছে। যা এই কালভার্ট ভেঙে পড়লে সেই বাড়িগুলিও ধসে যাবে। এলাকার পঞ্চায়েত তাই ফোর লেন কর্তৃপক্ষ কে বিষয়টি দেখার কথা জানিয়েছেন।

YouTube player