জেলাফিচার

ঝুঁকির পারাপার, উদাসীন প্রশাসন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পটাশপুর-২ ব্লকের সাউথখন্ড অঞ্চলের ঘোড়াবাসান এলাকায় খাল পারাবারের শেষ ভরসা ভাঙাচোরা কাঠের সাঁকো। ভাঙা কাঠের সাঁকো মেরামতি নিয়ে পঞ্চায়েত ও সেচ দফতরের মধ্যে চলছে দায় ঠেলাঠেলি। একাধিকবার গ্রামবাসীদের আবেদন সত্বেও মেরামতি হয়নি কাঠের সাঁকো। নিরুপায় হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতাদিঘীর খালের উপর জীর্ণ সাঁকো দিয়ে চলছে যাতায়াত।

বিজন বন্ধু বাগ, স্থানীয় পঞ্চায়েত প্রধান। নিজস্ব চিত্র

নির্বিকার প্রশাসন, এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ দুই বছর ধরে এই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে কাঠের সাঁকো। এলাকার খুদে পড়ুয়া থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে তৈরি হয়েছে প্রাণের ঝুঁকি। কখনও আবার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাদের। এই নিয়ে অবশ্য উচ্চ প্রশাসনের আধিকারিকদের উপর দায়ভার ঠেলে দিলেন অঞ্চল প্রধান বিজন বন্ধু বাগ। তিনি বলেন, এই নিয়ে উচ্চ প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে এবং স্থানীয় বিধায়কেও জানানো হয়েছে কিন্তু কোন কর্ণপাত করেননি তারা। কবে যে এই সমস্যা সমাধান হবে তাই নিয়েও সংশয়ে রয়েছে আমরা।

শঙ্কর ডিঙ্গা, স্থানীয় বাসিন্দা
বেহাল ব্রিজ। নিজস্ব চিত্র