নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ফ্লাইওভারের দাবি এলাকাবাসীর

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পাঁশকুড়ার নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনের কাছেই রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত চলছে দীর্ঘদিন ধরেই। রেল লাইনের নীচ দিয়ে রাস্তা থাকলেও তা বৃষ্টির জলে পরিপূর্ণ রয়েছে, হাঁটু সমান জলে ডুবে রয়েছে রাস্তা। যার ফলে স্কুলের ছাত্র ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল হাতে রেল লাইন পার হতে হয়। আবার অনেক রেল যাত্রীদের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপজ্জনক ভাবে জীবন হাতে নিয়ে পারাপার করতে দেখা যায়।

নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতি বছর বর্ষার সময় জলের তলায় চলে যায় আন্ডারগ্রাউন্ডের রাস্তা, জল নিকাশি না থাকার কারণে বরাবরই এমন অবস্থায় থাকে পারাপারের রাস্তাটি, তবু মাল বোঝাই মেশিন ভ্যান, মারুতি, বাইক আরোহীদের অনেক কষ্ট করে জলের ওপর দিয়েই পার হতে হয়। আবার স্কুল ছাত্র ছাত্রীরা যেতে পারে না, তারা বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনে একটা ফ্লাই ওভার তৈরি করা হোক। যাতে সাইকেল সহ হেঁটে পারাপার করা যায়।

নিজস্ব চিত্র