এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পাইক পাড়া গ্রামের সজল ধারা প্রকল্প, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য গত ছয় মাস আগে উদ্বোধন হয়ে গিয়েছে। কিন্তু ছয় মাস কেটে গেলেও এখনো জল পায়নি এলাকাবাসীরা ৷
এই অভিযোগে বুধবার কোলাঘাট যশাড় রাজ্য সড়ক অবরোধ করলো স্থানীয় মহিলারা , সঙ্গ দিয়েছ সাধারণ মানুষ। পরে কোলাঘাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। এই সম্বন্ধে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান, এলাকাবাসীর সমস্যা হচ্ছে এটা স্বাভাবিক তবে আগামী দিনে যাতে এই সমস্যার সমাধান করা যায় ইতিমধ্যেই আমরা দপ্তরের সঙ্গে কথা বলেছি, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে ৷ তবে কবে সমস্যার সমাধান হবে সেই আশাতেই দিন গুনছে এলাকার সাধারণ মানুষ।