স্থানীয়

শিলান্যাস হয়ে গেলেও রাস্তা নির্মাণের কাজ স্থগিত, প্রতিবাদে পথ অবরোধ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

রাস্তার শিলান্যাস করার পর কেটে গেছে প্রায় ছয় মাস। এখনও রাস্তা তৈরি হয়নি। এমনকি এলাকায় ফেলা হয়নি রাস্তা তৈরির সামগ্রি সমূহ। এনিয়ে গ্রামবাসীরা একাধিকবার কুমারগঞ্জ ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন । তবে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি৷

অবশেষে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাহাপুকুর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। পথ অবরোধে শামিল হয়েছিলেন গ্রামের শতাধিক মানুষ। এদিকে রাস্তা অবরোধের জন্য আটকে পড়ে যান চলাচল। অবরুদ্ধ হয়ে পড়ে বরাহার ডাঙ্গারহাট রাজ্য সড়ক। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আসে কুমারগঞ্জ প্রশাসনের আধিকারিকরা ৷ পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। গ্রামবাসীরা যাতে চলাচল করতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে কুমারগঞ্জ ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয় ।