এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। তবে একদিনের সিরিজে রয়েছেন তিনি। নতুন বছরে মাঠে নামার প্রস্তুতি আরম্ভ করে দিলেন ভারতীয় দলের অধিনায়ক। শুক্রবারই সেই ছবি নিজেই দিলেন সোশ্যাল মিডিয়াতে। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৮ জানুয়ারি গুয়াহাটিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা। আর তাতেই যে ভারতীয় শিবিরে এখন স্বস্তির আবহ তা বলার অপেক্ষা রাখে না।
নতুন বছরে রোহিত শর্মার হাত থেকে বড় রান দেখার অপেক্ষাতেই সকলে।
২০২২ সালটা একেবারেই ভাল কাটেনি রোহিত শর্মার। ব্যাটে যেমন বড় রান ছিল না। তেমনই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপের মঞ্চে চুড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। সেইসঙ্গে বছরের শেষে আঙুলে চোট। ততেই বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং একদিনের সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছে। একদিনের সিরিজেই ভারতীয় দলের হয়ে ফিরতে চলেছেন রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধেই একদিনের সিরিজ চলাকালীন দ্বিতীয় ম্যাচেই মহম্মদ সিরাজের বোলিংয়ের
সময় চোট পেয়েছিলেন রোহিত শর্মা। এরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ভারত অধিনায়ক। ব্যাট হাতে একেবারে শেষের দিকে নামলেও, এরপরই তৃতীয় একদিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচে অবশ্য অর্ধশতরান করেছিলেন তিনি। এরপর টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক।
চোট সারানোর জন্য বাংলাদেশের সিরিজের মধ্যেই দেশে ফিরে এসেছিলেন। এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। যদিও তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। বিশ্রামেই রাখা হয়েছে রোহিত শর্মাকে। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। সেখানেই রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে একদিনের সিরিজে ভারতীয় দলের অধিনায়ক তিনি।
গুয়াহাটিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে ভারত। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত।