স্থানীয়

স্কুলগেটে রোমিওদের কীর্তি নিয়ে নাজেহাল এলাকাবাসী

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

স্কুল গেটের সামনে রোমিওদের দাপট নিয়ে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের রাসন নেহেরু বিদ্যাপীঠ স্কুলের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের গেট খুললেই বেশ কিছু রোমিওকে স্কুলের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। আবার কাউকে স্কুলের ছাত্রীদের সঙ্গে অন্যরকম মেলামেশা করতেও দেখা যায়। কেউ কেউ নেশায় আসক্ত হতে থাকে। স্কুল চলাকালীন কার্যত রোমিওদের আনাগোনা প্রায় লেগেই থাকে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এটা শুধু একদিনের ঘটনা নয়। দীর্ঘদিন ধরে নিত্য নৈমত্তিক এই ঘটনা ঘটে চলেছে বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান। স্থানীয়দের দাবি, এ বিষয়ে বহুবার তাদের বলেও কোন লাভ হয়নি। বরং তাদের দাপট আরও বেড়েছে। এ দিন রাসন হাইস্কুলের গেটের সামনে বেশ কয়েক জন রোমিওকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। আবার কয়েক জন বাইক নিয়ে পালিয়ে যায়। তারপর এগরা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে।

পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, স্কুল চলাকালীন স্কুল চত্ত্বরে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্কুল খোলা থেকে শুরু করে ছুটি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে। এছাড়া স্কুলের সামনের দোকানগুলোতে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী বিক্রির বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে স্কুল কতৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।