যুবভারতীর দর্শকদের সামনে খেলতে মুখিয়ে রয় কৃষ্ণ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইএসএল অতীত এবার এটিকে মোহনবাগান দলের টার্গেট এএফসি কাপ। আগামী ১২ এপ্রিল যুবভারতীতে অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড। আর আইএসএল (ISL) চেনা মেজাজে না পাওয়া গেলেও এটিকে মোহনবাগান দলের ফিজিয়ান গোলমেশিন রয় কৃষ্ণ মরিয়া নিজের চেনা ফর্ম ফিরে পেতে। আরও বেশিভাবে চাইছেন যুবভারতী দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে।
এদিন দলের অনুশীলনে যোগ দিয়ে রয় বলেন, “টিভিতে মোহনবাগান দর্শকদের উচ্ছ্বাস দেখেছি। ইউটিউবে দেখেছি । এবার দর্শকদের চোখের সামনে দেখার ও খেলার সুযোগ পাব। এটা ভাবলেই খুব রোমাঞ্চিত লাগছে। যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। গোল করতে হবে। আমি জানি আমার দিকে সবাই তাকিয়ে থাকবে গোল করার জন্য। এটুকু বলছি চেষ্টার কোনও ত্রুটি থাকবে না।”

ফিজিতে জাতীয় দলের হয়ে খেলে আসার পর অনুশীলনে আরও তরতাজা লাগছে ATK এমবি-র এই তারকা ফুটবলারকে। জনি কাউকো, প্রীতম কোটাল, শুভাশিস বসুদের সঙ্গে ঘন্টা দেড়েক সমান তালে ফিজিক্যাল কন্ডিশনিং করলেন রয়। এরপর পজেশনাল ফুটবলের পাঠ নিলেন কোচ জুয়ান ফেরান্দোর কাছে। রয় এর ফিটনেস দেখে খুশি ফেরান্দোও।

যুবভারতীতে ATK মোহনবাগানের অনুশীলনের পর রয় কৃষ্ণ বললেন, “এখনও জানিনা যুবভারতীতে ১২ এপ্রিল আমাদের প্রতিপক্ষ কোন দল হবে! তবে যেই হোক সে হবে আমাদের অচেনা। ফলে ম্যচটা কঠিন হবে। জেতার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। স্ট্রাইকারদের কাছ থেকে সবাই গোল চায় । আমি সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। জানি, যুবভারতীতে প্রথম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার খেলায়োড় জীবনের আরও একটা ভাল ঘটনা হবে।”

আগামী ১২ এপ্রিল কাদের বিরুদ্ধে খেলতে হবে ATK মোহনবাগানকে, তা এখনও জানা যায়নি। এটা জানা যাবে ৫ এপ্রিল, নেপালের মাচিন্দ্রা AFC ও শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি-র মধ্যে প্রাথমিক রাউন্ড ১-এর ম্যাচে। ওই ম্যাচের জয়ী দলই ১২ এপ্রিল যুবভারতীতে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে।

১২ এপ্রিল জিতলে এটিকে মোহনবাগানকে খেলতে হবে ১৯ এপ্রিল দক্ষিণ এশীয় প্লে অফে। সেই ম্যাচে তাদের মুখোমুখি হতে পারে বাংলাদেশের আবাহনী লিমিটেড। এই প্লে অফে খেলতে আবাহনীকে ১২ এপ্রিল সিলেটে মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া বা ভুটানের পারো এফসি-র মধ্যে একটি ক্লাবকে হারাতে হবে।

১৯ এপ্রিলের ম্যাচে জিততে পারলে এটিকে মোহনবাগান জায়গা পাবে মূলপর্বের ‘ডি’ গ্রুপে, যেখানে উঠে বসে রয়েছে গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া এসআরসি। গ্রুপ পর্বের এই ম্যাচগুলি হওয়ার কথা ১৮ মে থেকে। একে অপরের বিরুদ্ধে খেলার পরে গ্রুপের এক নম্বর দল ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। গতবারও এই স্তর পর্যন্ত উঠেছিল এটিকে মোহনবাগান। কিন্তু সফল হতে পারেনি।