এনএফবি, কলকাতাঃ
২৩ ফেব্রুয়ারি ২০২২ সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র উদ্যোগে আকাদেমির রবীন্দ্র সদন প্রাঙ্গণে ২৩-২৭ ফেব্রুয়ারি ২০২২ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা জমে উঠবে কোভিড বিধিনিষেধ মেনেই।
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে, পাঁচ দিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে রবীন্দ্র সদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে আগামী ২৩-২৭ ফেব্রুয়ারি। আজ, সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু।
লিটল ম্যাগাজিন মেলা সহ উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতা, প্রদর্শনী, গান সহ আলোচনা সভা, কবিতা ও গল্প পাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। থাকছে প্রায় ৩০০ জন কবি-লেখকের সম্মেলন। ৩০০ লিটল ম্যাগাজিনের সম্ভার। সাময়িকপত্রের ১টি ফিরে দেখা সংকলন, ১টি প্রদর্শনী। ৫ দিন নানান ধারার বাংলা গানে সমৃদ্ধ হবে এই সাহিত্য উৎসব।