এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার সর্ববৃহৎ হাট সরাইঘাট। শতাব্দী প্রাচীন এই বৃহৎ হাটেই নেশা তৈরীর অন্যতম সামগ্রী বিক্রি হচ্ছে রমরমিয়ে। দীর্ঘদিন ধরেই সরাইহাটে চোলাই মদ তৈরির বাকর বিক্রি হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ প্রশাসনিক উদাসীনতার কারণেই সরাইহাটে বাকর বিক্রি হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং এর সময় বিগত দিনে বেশ কয়েকবার প্রচুর পরিমাণ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। যদিও দুর্গাপুজোর আগেই মঙ্গলবার সরাইঘাটে রমরমিয়ে নেশার সামগ্রী বিক্রির এই ছবি ধরা পড়লো সংবাদমাধ্যমের ক্যামেরায়। অনেকে মনে করছেন প্রশাসনিক ব্যর্থতার কারণেই জেলার সর্ববৃহৎ হাটে রমরমে নেশা সামগ্রী করে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, পেটের দায়েই জেনে শুনেই নেশা সামগ্রী বিক্রি করছেন তারা।