অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবারের আইপিএলে অভিষেকেই সকলকে চমকে দিয়েছে গুজরাত টাইটান্স। প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন হার্দিক পান্ডিয়ারা। আর সেই পারফরম্যান্সটাই এখন মহম্মদ সামির কাছে চির স্মরণীয় একটা মুহূর্ত। গুজরাতের হয়ে অভিষেক মরশুমেই চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা ভুলতে পারবেন না তিনি। সেইসঙ্গেই গোটা আইপিএলে তাদের সফল হওয়ার রহস্যও ফাঁস করলেন তিনি। কোন স্ট্র্যাটেজিতে এবং কেন গুজরাত টাইটান্স প্রতি ম্যাচে জিতেছিল সেই কথাই এবার সর্বসমক্ষে প্রকাশ করলেন মহম্মদ সামি।
সদ্য সমাপ্ত আইপিএলে নতুন দল হিসাবে এবার এসেছিল গুজরাত টাইটান্স। কিন্তু প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিল তারা। সকলের ধরা ছোঁয়ার বাইরেই কার্যত চলে গিয়েছিল গুজরাত টাইটান্স। প্রথম ম্যাচ থেকেই গুজরাত টাইটান্সের পারফরম্যান্সের প্রশংসা শোনা গিয়েছিল সকলের মুখে। শুধু তাই নয় হার্দিক থেকে রশিদ খান, শুভমন গিল এবং মহম্মদ সামিরা সকলেই সাফল্য পেয়েছে। দুর্ধর্ষ টিম গেমের ছবি সকলের সামনে তুলে ধরেছিল এবার গুজরাত টাইটান্স।
সেই দলেই এবার জায়গা পেয়েছিলেন মহম্মদ সামিও। হয়ত পার্পল ক্যাপের লড়াইয়ে তিনি ছিলেন না। কিন্তু প্রতিটি ম্যাচেই তাঁর দক্ষ বোলিং পারফরম্যান্স দিয়ে গুজরাতকে গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহায্য করতে দেখা গিয়েছে মহম্মদ সামিকে। শুধু সামি একাই নয়, কখনও রাহুল তেওয়াটিয়া তো কখনও রশিদ খান-রা হয়ে উঠেছিলেন গুজরাত টাইটান্সের ত্রাতা। লিগ পর্বে মাত্র ৪টি ম্যাচ হেরেছিল গুজরাত টাইটান্স। আর প্লেঅফে তাদের হারানোর ক্ষমতা বোধহয় কোনও দলেরই ছিল না।
আইপিএলের অভিষেকেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে গুজরাত টাইটান্স। দলের এমন পারফরম্যান্স উচ্ছ্বসিত মহম্মদ সামি। এই জয় তাঁর চির স্মরণীয়। সেইসঙ্গে কেন তারা সফল হয়েছে সেই কথাও এবার শোনা গেল মহম্মদ সামির মুখে। প্রতিটি ম্যচেই কোনও একজন নয়, নতুন নতুন ক্রিকেটাররা তাদের জয়ের দিকে এগিয়ে দিয়েছেন। আর সেটাই নাকি এবার গুজরাত টাইটান্সের সাফল্যের প্রধান কারণ হিসাবে মনে করেন এই মহম্মদ সামি।
এই প্রসঙ্গেই মহম্মদ সামি জানিয়েছেন, “প্রতিটি দলের ক্ষেত্রেই আমরা দেখেছি তাদের সিনির ক্রিকেটার কিংবা অভিজ্ঞ ক্রিকেটাররা পারফর্ম করছেন। কিন্তু আমাদের দলের ক্ষেত্রে প্রতি ম্যাচেই জয়ের প্রধান কারিগড় হয়ে উঠেছে কোনও না কোনও নতুন মুখ। গুজরাত টাইটান্সের সাফল্যের পিছনে এটাই প্রধান কারণ। আর সেই সাফল্যেরই প্রতিফলন এবার দেখা গিয়েছে এই প্রতিযেগিতায়। সকলেই যা উপভোগ করেছেন”।
এবারের আইপিএলে ১৮টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি। কিন্তু পাওয়ার প্লে-তে তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়া। সদ্য সমাপ্ত আইপিএলে পাওয়ার প্লে-তে ১১টি উইকেট রয়েছে এই তারকা ক্রিকেটারের।