এনএফবি, আলিপুরদুয়ারঃ
নদী বাঁচাও, জীবন বাঁচাও -এই স্লোগানকে সামনে রেখে মিছিল আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের নোনাই নদী দূষণ মুক্ত করতে আলিপুরদুয়ার জংশন এলাকায় নোনাই নদী বাঁচাও কমিটি বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে পা মেলায় স্কুলের পড়ুয়ারাও।
জানা গিয়েছে, ওই নদীর ঘাটগুলির অবস্থা খুব শোচনীয়। নদীর ঘাটগুলির জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ জমে রয়েছে। দীর্ঘদিন ধরেই ঘাটগুলিতে পড়ে রয়েছে নানা প্লাস্টিক, দড়ি, মাটির হাঁড়ির মতো বর্জ্য পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সেগুলি দীর্ঘদিন নদীতে পড়ে থাকায় ধীরে ধীরে পচন ধরতে শুরু করেছে। নদীর বুকে এভাবে যততত্র আবর্জনা পড়ে থাকায় দূষণ ছড়াচ্ছে।