স্থানীয়

অজানা কারণে বন্ধ স্কুল আজ ভুত বাংলো

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

গ্রামের পড়ুয়াদের পাশাপাশি পার্শ্ববর্তী আরও কয়েকটি গ্রামের ক্ষুদে পড়ুয়াদের জন্য বেশ কয়েক দশক আগে কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের পাশে সরকারি জমিতে গড়ে উঠেছিল শিশু শিক্ষা কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, অদ্ভুত ভাবে চালু হওয়ার বেশ কয়েক বছর পর অজানা এক কারণে তা বন্ধও করে দেওয়া হয়। কিন্তু শিক্ষাঙ্গনটি উঠে গেলেও এখনও সেই সরকারি জমিতে রয়ে গেছে ঘরগুলি। বর্তমানে স্কুলটি বন্ধ হয়ে অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে আছে।

নিজস্ব চিত্র

চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা সরকারি জমিতে থাকা স্কুল ঘর গুলিতে একদা যখন ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনায় রমরম করত। আজ সেখানে ভুতুড়ে অবস্থা। যদিও এলাকার বাসিন্দাদের দাবি, সরকারি জায়গায় থাকা শিক্ষার জন্য যখন ঘর রয়েছে সেগুলি সংষ্কার করে এলাকার পড়ুয়াদের জন্য তা ফের খুলে দেওয়া হোক। একান্তই যদি না হয় তাহলে ওই সরকারি জমি ফেলে না রেখে এলাকার ব্যবসায়ীদের জন্য একটি মার্কেট কম্পপ্লেক্স গড়ে তোলা হোক। তাতে যেমন এলাকার ফুটপাথ ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা করার জায়গা খুঁজে পাবে। তেমনি সরকারও তার জমি থেকে এই সব ব্যবসায়ীদের কাছে ঘর ভাড়া দিয়ে সরকারি কোষাগারে মাস গেলে কিছু অর্থ জোগাতে সক্ষম হবে।