মুদিখানার দোকান থেকেই মদ বিক্রি, বিক্ষোভ

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

মুদির দোকানে মদ বিক্রি। ক্ষুব্ধ বাসিন্দাদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে তমলুকের চন্দ্রামেড় গ্রামে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি মুদির দোকানে বাজার করতে আসেন এলাকার স্থানীয় কয়েকজন মহিলা।সেই ক্রেতারা দেখেন ওই দোকান থেকেই মদ বিক্রি হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা এলাকার অন্যান্য মহিলাদের খবর দেন। পরে স্থানীয় মহিলারা ঐক্যবদ্ধ হয়ে বেআইনি মদ বিক্রেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান দোকানের সামনে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের প্রাথমিক স্কুলের সামনে কোলাঘাটগামী গ্রামীণ সড়কের ধারে একটি মুদির দোকানে আড়ালে মদের ব্যবসা চালাচ্ছিল। গ্রামে মদ বন্ধের দাবিতে গত বুধবার বাসিন্দারা তমলুক থানার গঙ্গাখালী থেকে ধলহরা সুলিশপাড়া বাজার পর্যন্ত একটি সচেতনতা মূলক মিছিল করেছিল। এরপর ওই এলাকায় থাকা কয়েকটি অবৈধ মদ বিক্রির দোকান থাকলেও তারা মদ বিক্রি বন্ধ করে দেয় কিন্তু ওই মুদি দোকানে শুক্রবারও মদ বিক্রির খবর পেয়ে মহিলারা জোট বেঁধে গিয়ে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করেন, মালিক অবশ্য আগেই পালিয়ে যায়।

YouTube player

ক্ষুব্ধ বাসিন্দারা মুদির দোকানের সামনে মদের বোতল ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তমলুক থানার পুলিশ।