স্থানীয়

গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে কেশপুর একাধিক এলাকা জলমগ্ন,ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যার আশঙ্কা

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম অঞ্চলের একাধিক এলাকা জলমগ্ন ৷ চিন্তায় মাথায় হাত এলাকার চাষিদের,ফের বন্যার আশঙ্কা এলাকাবাসীদের ৷শুক্রবার এমনই চিত্র উঠে এসেছে৷

জানা গিয়েছে, অঞ্চলের গেরিকলা, কানুনিয়া,ভোলসরা সহ একাধিক এলাকা কার্যত জলমগ্ন,আমন ধানের বীজতোলার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ৷ ফলে কার্যত মাথায় হাত এলাকার চাষিদের ৷ এলাকাবাসীদের বক্তব্য কুবাই নদীর বাঁধ মেরামত না হওয়ার কারণেই ফের এই বছর বন্যার আশঙ্কা করছে এলাকার মানুষ ৷এই নিয়ে অবশ্য ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিল এলাকাবাসীরা, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

প্রসঙ্গত গত বছরও বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গোটা এলাকা জুড়ে।