প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কোচবিহারে ডিপিএসসি ঘেরাও এসএফআইয়ের

এনএফবি,কোচবিহারঃ

‘‘মেধা নয়, টাকায় সব’’ এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার ডিপিএসসি ঘেরাও করে বিক্ষোভ দেখাল এসএফআই। এদিন কোচবিহারে জেলা সিপিআইএম সদর দপ্তর থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। সেখান থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করেন তারা। এদিন কোচবিহার ডিপিএসসি ঘেরাও কর্মসূচিতে অংশ নেন এসএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য, কোচবিহার জেলা কমিটির সম্পাদক প্রণয় কার্জী, জেলা সভাপতি কৌশিক ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয় একাধিক চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে ১৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি যায়। তাঁদের মধ্যে কোচবিহার জেলায় ৩২ জন শিক্ষক চাকরি থেকে বরখাস্ত হয়েছে। যারা এই ৩২ জনকে চাকরি দিয়েছে তাঁদের শাস্তির দাবীর পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কোন কর্মী যাতে নিয়োগ সংক্রান্ত কোন অনিয়মের সঙ্গে যুক্ত না হয়, সে ব্যাপারেও সতর্ক করেন এস এফ আইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
পাশাপাশি হাই কোর্টের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন সৃজন বাবু। কোচবিহার থেকে কলকাতা যাওয়ার পথে মন্ত্রী ও তার কন্যার ট্রেন থেকে গায়েব হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেও কটাক্ষ করতে শোনা যায় এস এফ আইয়ের রাজ্য সম্পাদককে।