বিরাটকে বিশ্রামের পরামর্শ শাস্ত্রীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রানের দেখা নেই বিরাট কোহলির। আড়াই বছরের উপর বিরাটের ব্যাটে শতরান নেই। চলতি আইপিএলে বড় রান নেই। এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বিরাট কোহলিকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কোহলির প্রাক্তন হেড স্যার জানান, “বিরাট লম্বা সময় ধরে ক্রিকেট খেলছে। বর্তমানে করোনা অতিমারির কারণে বেশ কিছুটা সময় বায়ো বাবলের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে। আর সেকারণেই বিরাট কোহলির মস্তিষ্কে একটা জড়তা চলে এসেছে। যদি আগামীদিনে বিরাট কোহলিকে ভালো পারফরম্যান্স করতে হয়, তাহলে এখনই ওকে বিশ্রাম দেওয়া উচিত।” রবি শাস্ত্রী স্টার স্পোর্টসকে দেওয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, “বিরাট কোহলি বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। এখনও ওর কেরিয়ারে ৬-৭ বছর অবশিষ্ট রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের দেখা উচিত, ওকে যেন বিপদের মুখে না ঠেলে দেওয়া হয়। আর যেখানে বায়ো বাবল ইতিমধ্যেই ক্রিকেটারদের মানসিক ক্লান্তি বাড়িয়ে তুলছে।”