এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির বাড়িতে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক ও দেশপ্রাণ ব্লকের সহ সভাপতি তরুণ জানা। ৭৬ বছর বয়সে সোমবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির দিদি পারুল গিরি। তাঁকে সম্মান জানাতে আজ মন্ত্রীর বাড়িতে একে একে হাজির হচ্ছেন কাঁথির সব তৃণমূল নেতারা।
আরও পড়ুনঃপাড়ায় শিক্ষালয় বন্ধ করে স্কুলে পঠন পাঠনের দাবিতে বিক্ষোভ
এদিন মন্ত্রীর বাড়িতে দেশপ্রাণ ব্লকের সহ সভাপতি তরুণ জানার হাজির হওয়া রাজনৈতিক দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কারণ, বিগত কয়েক দিন কাঁথি শহরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এই সাক্ষাৎকারের সাথে সাথে তার সমাপ্তি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল। পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তরুণ জানা বলেন, “নেত্রী একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক একটা, জোড়াফুল। কাঁথি ২১-০ হবে। তবে কাঁথিতে পুরভোটে শুভেন্দু অধিকারীর জামানত জব্দ হবে।”