এনএফবি, মুর্শিদাবাদঃ
পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের চেষ্টায় হাসপাতালে বসে পরীক্ষা দিলেন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার দৌলতাবাদ হাইস্কুলে।
এ দিন দর্শন বিষয়ের পরীক্ষা ছিল। গুরুদাসপুর হাই মাদ্রাসার ছাত্রী বহরমপুর ব্লকের সলুয়াডাঙার বাসিন্দা ঝর্ণা খাতুনের সিট পড়ে দৌলতাবাদ হাইস্কুলে।
পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। চিকিৎসার পর ছাত্রীটি সুস্থ হলে হাসপাতালে বসেই পরীক্ষা দেন তিনি।