শ্বশুরের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ জামাইয়ের

এনএফবি, মুর্শিদাবাদঃ

থানায় আসার পথে নব বিবাহিত স্ত্রীকে অপহরনের অভিযোগ উঠলো খোদ শ্বশুরের বিরুদ্ধে। রবিবার দুপুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের বিটি হাই স্কুল মোড় এলাকায়।

ঘটনার পর শ্বশুর-সহ আরও দু’জনের নামে লিখিত অভিযোগ করেন জামাই ইবনুল মাসুদ মন্ডল।

জানা গেছে, গত শুক্রবার বাড়ি থেকে পালিয়ে হরিহরপাড়ার এক রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রি বিবাহ করেন ডোমকলের কুঠি সাতবাড়িয়া এলাকার যুবক যুবতী। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের। স্ত্রীর মর্যাদা দিতে বিবাহ করে হরিহরপাড়া এলাকাতেই গা ঢাকা দিয়ে থাকে। এরই মধ্যে ওই মেয়ের বাড়ির লোকজন ডোমকল থানায় নিখোঁজ ডাইরি করেন। তারপরেই খোঁজ পান মেয়ের। পুলিশ সেই মতো তাদের দু’জনকে থানায় ডেকে পাঠায়।হরিহরপাড়া থেকে থানায় আসার আগেই ডোমকলের বিটি হাইস্কুল মোড় এলাকায় গাড়ি আটকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যুবক ইবনুল মাসুদ মন্ডলকে মারধরের অভিযোগ উঠে শ্বশুর জাকির হোসেনের বিরুদ্ধে।

যদিও এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন জাকির হোসেনের স্ত্রী। পাল্টা অভিযোগ তুলেছেন তিনি।

ওই ঘটনায় নব বিবাহিত স্ত্রীকে অপহরনের অভিযোগ তুলে ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন জামাই ইবনুল মাসুদ মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।