অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলি ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির মোহালিতে শততম টেস্ট ম্যাচ খেলাকে প্রশংসা করে বোর্ড সভাপতি জানাচ্ছেন,১০০টি টেস্ট খেলা কিন্তু মুখের কথা নয়। খুব কম সংখ্যক ক্রিকেটার ১০০টি-র বেশি টেস্ট খেলেছেন। এখানেই বোঝা যায় যে বিরাট কত বড় মাপের ক্রিকেটার। আমি বিরাটের সঙ্গে খেলিনি। তবে ওর ব্যাটিং সবসময় মন দিয়ে দেখেছি। বিরাটকে ওর কেরিয়ারের শুরু থেকে দেখেছি। অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে। আমি চাই ও আরও অনেক উঁচুতে যাক।বিরাটের ব্যাটিং নিয়ে সৌরভ জানাচ্ছেন, “বিরাট সব জায়গায় দুরন্ত ব্যাটিং করে। ওর টেকনিক, ইতিবাচক মানসিকতা, বডি ব্যালান্স দেখার মতো বিষয়। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়েছিল। আমি সেই সিরিজে কমেন্ট্রি করেছি। ব্যর্থতা দূরে ঠেলে দারুন কামব্যাক করে ও যা দেখার মত।” দীর্ঘ আড়াই বছরের ওপর বিরাটের ব্যাট থেকে শতরান আসেনি। কোহলি কি শতরান পাবেন! এই ইস্যুতে সৌরভ জানাচ্ছেন,”সামান্য অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় সময়ে। তবে এটা সেরকম কোনও কঠিন বিষয় নয়। ও শীঘ্রই সেরা ফর্মে ফিরে শতরান করবে। দু বছর ধরে ওর শতরান নেই, এমন কথাবার্তা আমারও কানে এসেছে। তবে ও যে মাপের ক্রিকেটার, তাতে এরকম অবস্থা বেশিদিন থাকবে না। কীভাবে শতরান করতে হয়, সেটা ও ভালোই জানে। তা নাহলে ওর নামের পাশে ৭০টা সেঞ্চুরি থাকত না। একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে বলতে পারি, ও শীঘ্রই রান করা শুরু করবে। সেই দক্ষতা ওর রয়েছে, স্রেফ সময়ের অপেক্ষা ।” ১১ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি। আর সেই মঞ্চেই বিরাট কোহলিকে মোহালী টেস্ট জিতে উপহার দিতে চায় টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত সেই টেস্ট সিরিজ ভারত জিততে পারেনি। সেখানেই বিরাট কোহলির সামনে ছিল শততম টেস্ট খেলার হাতছানি। কিন্তু চোটের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। একইসঙ্গে সিরিজও হাতছাড়া হয়েছিল বিরাট কোহলির। প্রোটিয়াদের কাছে ২-১-এ সিরিজ হারের পরই নিজের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। সেই সিরিজের পর নতুন বছর ঘরের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। দীর্ঘ সাত বছর পরে বিরাট টেস্ট ম্যাচে নামবে শুধু একজন ক্রিকেটার হিসাবে।