অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চোকার্স তকমা ঘুচলো না দক্ষিণ আফ্রিকার। টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটাল নেদারল্যান্ডস! গ্রুপের শেষ ম্যাচে ডাচদের হারালেই সেমিফাইনালে পৌঁছে যেত দক্ষিণ আফ্রিকা। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৩রানে হেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল প্রোটিয়াদের। এবারও ‘চোকার্স’ তকমা ঘুচল না তাদের।
কলিন অ্যাকারম্যান(২৬ বলে ৪১ অপরাজিত), স্টেফান মাইবার্গ (৩০ বলে ৩৭) ও টম কুপারের (১৯ বলে ৩৫) ইনিংসের দৌলতে চার উইকেটে ১৫৮ রান তুলেছিল ডাচরা। জবাবে ১৪৫/৮-এর বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা। ব্র্যান্ডন গ্লভার (৩/৯), ফ্রেড ক্লাসেন (২/২০), ব্যাস ডে লিডদের (২/২৫) সামনে সেভাবে রুখে দাঁড়াতে পারেননি টেম্বা বাভুমারা।
এই পরিস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনাল খেলবে। নিশ্চিত হয়ে গেল রোহিত শর্মাদের সেমিফাইনাল খেলাও। তবে জিম্বাবোয়েকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে শেষ চারে যাবে টিম ইন্ডিয়া।