বাল্য বিবাহ রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রশাসন নজরদারি চালাচ্ছে। তার মাঝেও নাবালিকাদের বিয়ে দিয়ে দিচ্ছে তার পরিবারের লোকেরা। আর এই সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চিনিশপুর এলাকার বাসিন্দা এক ১৬ বছর বয়সী নাবালিকাকে বিয়ে দিয়ে দিয়েছিল তার পরিবার। সেই খবর এসে পৌঁছায় বালুরঘাটে জেলা চাইল্ড লাইনের কাছে ।গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চাইল্ড লাইন, বালুরঘাট থানার পুলিশ,জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ বালুরঘাট ব্লক প্রশাসন যৌথ ভাবে চিঙ্গিশপুর এলাকায় গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসে। উদ্ধারকারী দলে বালুরঘাট থানার পুলিশ প্রশাসন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা চাইল্ড লাইনের সদস্য তনুশ্রী শীল, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি সোমা পাল সাহা, পূজা দাস মহন্ত, দীপা দাস, জয়া মন্ডল সহ অন্যান্যরা ৷ এরপরে বালুরঘাট থানার পুলিশ ও চাইল্ড লাইনের উদ্যোগে ওই নাবালিকাকে সিডব্লিউসি প্রোডাকশন করা হয়। আগামীতে কোথায় থাকবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সিডব্লিউসি কর্তৃপক্ষ। জেলাতে বাল্যবিবাহ মুক্ত করতে পুলিশ, প্রশাসন, চাইল্ড লাইন ও জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে তাকে সাধুবাদ জানিয়েছেন মানুষ।

নিজস্ব চিত্র