স্থানীয়

তায়কোয়ান্দোয় জাতীয় স্তরে মেডেল দক্ষিণ দিনাজপুরের

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

গত ৯ সেপ্টেম্বর ২০২২ থেকে ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত দার্জিলিং তাইকোয়ান্দো একাডেমি এবং অল ইন্ডিয়া গোর্খা তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক তায়কোয়ান্দো কিরোগি এন্ড পুউমসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দার্জিলিংয়ের রামকৃষ্ণ শিক্ষা পরিষদ বয়েজ হাইয়ার সেকেন্ডারি স্কুলে ।

কোচ শিপ্রা বর্মন জানান, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সুমন সরকার, শুভংকর মাহাতো, মধুরিমা দাস সৌম্যদীপ ঘোষ ও বনি রায় সহ মোট ১১ জন পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এই তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ক্যাডেট ( আন্ডার ১৪ বছর) গার্লস আন্ডার ৪৭ কেজি ওয়েট ক্যাটাগরিতে খাদিমপুর গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর মিতালি মালি দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল লাভ করে ৷ সিনিয়র ফিমেল ওভার ৬৪ কেজিতে বালুরঘাট ল’ কলেজের ৫ম বর্ষের ছাত্রী মৌলী মাহাতো তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে ৷ সিনিয়ার বয়েজ আন্ডার ৫৮ কেজিতে বালুরঘাট কো-এড কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কৃষ্ণপদ বর্মন তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে এবং সিনিয়ার বয়েজ আন্ডার ৭০ কেজি ওয়েট ক্যাটাগরিতে তপন নথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাশীষ লাহা তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে ।

সিলভার মেডেল জয়ী মিতালি মালী ৷ নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সম্পাদক দিবাকর মন্ডল বলেন যে, “সমস্ত ছাত্র-ছাত্রীরা এই জাতীয় প্রতিযোগিতায় মেডেল অর্জন করেছে তাদের আগামীতে নেপাল, ভুটান ও ভারত এর মধ্যে ত্রি-দেশীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং দক্ষিণ দিনাজপুর তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করবে বলে আশা করা যায় এবং দক্ষিণ দিনাজপুরের নাম ভারতের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় তুলে ধরতে সক্ষম হবে।”