স্থানীয়

মেখলিগঞ্জ সার্কেলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে হিতেন বর্মন

এনএফবি, কোচবিহারঃ

মেখলিগঞ্জ সার্কেলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দায়িত্ব পাওয়ার পরেই লাগাতর ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা শীতলকুচির প্রাক্তন বিধায়ক বর্তমানে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন।
প্রত্যেকদিন কোচবিহার জেলার কোন না কোন বিদ্যালয়ে গিয়ে পরিদর্শন করছেন হিতেন বাবু। আজ মেখলিগঞ্জ সার্কেলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে গিয়ে, বিদ্যালয়গুলির পরীক্ষার পরিকাঠামোগত দিক, শিক্ষকের কোন সমস্যা রয়েছে কিনা, মিড-ডে-মিল কেমন চলছে, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কেমন, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক কেমন সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেন। আজ প্রায় বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়গুলোতে পরিদর্শন শেষ হওয়ার পর মেখলিগঞ্জ সার্কেল অফিসে গিয়ে অফিসের এসআইসহ বিভিন্ন কর্মচারীদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন।


কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন জানান, “আমি ধারাবাহিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি অফিসে গিয়েও বসি এবং বিভিন্ন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। আজ মেখলিগঞ্জ সার্কেলের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করলাম সবশেষে সার্কেল অফিসে গিয়ে কিছু আলোচনায় অংশগ্রহণ করলাম।” এটা ধারাবাহিক ভাবে চলতে থাকবে বলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বাবু জানান।