এনএফবি, কোচবিহারঃ
বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কোচবিহার প্রেস ক্লাবে। আজ জেলা স্বাস্থ্য দপ্তর ও পুরসভার উদ্যোগে কোচবিহার প্রেস ক্লাবে ওই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পরীক্ষা নিরীক্ষা করেন কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরের বিশিষ্ট চিকিৎসকরা। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অনুপম সাহা, সম্পাদক গৌড়হরি দাস, সহ সভাপতি চাঁদকুমার বড়াল,সহ সম্পাদক প্রবীর কুন্ডু ও প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা ৷
জানা গেছে, এবারই প্রথম কোচবিহার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবির মূলত কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর ও পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়। এখানে চোখের ডাক্তার , দাঁতের ডাক্তার , ফিজিওথেরাপিস্ট এবং জেলারেল ফিজিশিয়ানরা বসেন। কোচবিহার জেলার সাংবাদিক ও তার পরিবাররের সদস্যরা সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান এবং সকলকে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি কোচবিহার প্রেস ক্লাবের সদস্যরা।