এনএফবি, কলকাতাঃ
জ্বালানির দামবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জেরে জেরবার আমজনতা। মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে এ রাজ্যেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার টাস্ক ফোর্স, বাজার কমিটি-সহ একাধিক মন্ত্রীদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের শেষে ঘোষণা করেন কম মূল্যে ফল সবজি আনাজ মিলবে সুফল বাংলার স্টলে। একইসঙ্গে সুফল স্টল বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইসুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন কেন্দ্রের কাছে তিন দফা দাবি জানালেন মুখ্যমন্ত্রী। বর্তমান আর্থিক পরিস্থিতিতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের (GST) জন্য ক্ষতিপূরণের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধির দাবি জানালেন তিনি। পাশাপাশি, টোল ট্যাক্স মকুবের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। জিএসটি বাবদ প্রাপ্যও রাজ্যকে দিচ্ছে না। ইডি, সিবিআই দিয়ে রাজনৈতিক দলগুলিকে উত্যক্ত না করে তাদের দিয়ে বাজারে অভিযান চালান। তাহলে কালোবাজারি বন্ধ হতে পারে।” পাশাপাশি তিনি আরও অভিযোগ করে বলেন, “সব পণ্যে সেস চাপাচ্ছে কেন্দ্র। সেস চাপানোর অর্থ সব টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে। সেসের বদলে কর নিক। তাহলে রাজ্যও টাকা পাবে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, “শ্রীলঙ্কায় আগুন জ্বলছে। আমাদের দেশেও মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। সব রাজ্য ঠিক করে বেতন দিতে পারবে কি না জানি না।”
জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে পরিবহণ ব্যবসার কথা মাথায় রেখে কেন্দ্রকে টোল ট্যাক্স মকুব করারও আবেদন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর আরজি, “কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য মানুষ ভুগছে। তাই এবার মূল্যবৃদ্ধির বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার।”
৭ এপ্রিল সাংবাদিক বৈঠকে যা বললেন মুখ্যমন্ত্রীঃ
• জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে আগুন জ্বলছে রান্না ঘরে
• মাছ ডিম উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়েছে
• রাজ্য জুড়ে ৩২৩টি সুফল বাংলার আউট লেট খোলা হয়েছে, আউট লেট আরও বাড়াতে হবে। বাড়িয়ে ৫০০ করতে হবে
• রমজান মাসে সুফল বাংলায় কলা ও খেজুর রাখা হবে
• প্রত্যকটি বাজারের সামনে সুফল বাংলার স্টল দাঁড়াবে সকালে ও বিকেলে
• ২৫ শতাংশ আলু কম উৎপাদন হবে এই বছর, তবে চাষিরা দাম পাবে
• ভেজাল ওষুধ ধরার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি
• এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে মূল্যবৃদ্ধির দিকে নজর রাখতে হবে
• শাক সবজি মাছ ডিমের গাড়ি আটকানো যাবে না
• ৫ মে থেকে ৫ জুন দুয়ারে সরকার
• মূল্যবৃদ্ধি কেন্দ্রের পরিকল্পিত দুর্যোগ।মূল্যবৃদ্ধি রুখতে কিছুই করছে না কেন্দ্র
• কেন্দ্র টোল ট্যাক্স বাড়ানোয় সবজির গাড়িকে বেশি টাকা গুনতে হচ্ছে। টোল ট্যাক্স নেওয়া বন্ধ করুক কেন্দ্র
• পলিটিক্যাল পার্টির লোককে রেড না করে কেন্দ্রীয় সংস্থাকে মূল্যবৃদ্ধি আটকাতে কাজে লাগানো উচিৎ
• কেন্দ্র শুধু সেস নিচ্ছে, যার ফলে রাজ্যগুলি টাকা পাচ্ছে না
• আগামী দিনে সব রাজ্যগুলি মাইনে দিতে সক্ষম নাও থাকতে পারে, কারণ অর্থনীতির অবস্থা খারাপ