রাজ্য

এসইউসিআই – র আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার ধর্মতলা, পুলিশের লাঠিচার্য

নিউজ ডেস্ক, কলকাতাঃ

বুধবার বিকেলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ধর্মতলায়। অগ্নিপথ, এসএসসিতে শিক্ষক দুর্নীতি, জাতীয় শিক্ষানীতি, দুয়ারে মদ, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে এ দিন আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল এসইউসিআই। মিছিল ধর্মতলায় পৌঁছতেই বাধা দেয় পুলিশ। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর।

রামলীলা ময়দান থেকে রাণীরাসমণি পর্যন্ত আইন অমান্য আন্দোলন ছিল। এসএন ব্যানার্জী শেষ প্রান্তে এসে মিছিল রুদ্র রুপ নেয়। ভেঙে ফেলে পুলিশের ব্যারিকেড। এরপরই পুলিশ বল প্রয়োগ করে।

ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আর এরপরেই ধরপাকড় শুরু হয়। সংগঠনের বহু নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তেজিত হয় বলে অভিযোগ। আর সেই সময় পুলিশের তরফে মৃদু লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ এসইউসিআই কর্মীদের। এসইউসিআই-এর দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আইনঅমান্য কর্মসূচি করছিলেন। কিন্তু পুলিশ ইচ্ছাকৃত ভাবে তাঁদের গ্রেফতার করছে। এমনকি নেতা-কর্মীদের উপর অন্যায় ভাবে লাঠিচার্জ করছে বলেও বলেও অভিযোগ নেতাদের। বহু মহিলা কর্মী কেও আটক করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশের তরফে তা অস্বীকার করা হয়েছে।

এসইউসিআইয়ের আইন অমান্য মিছিলে পুলিশের সাথে ধস্তাধস্তি। নিজস্ব চিত্র