এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে মর্নিং ওয়াক সেরে চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান রাজ্য সরকারের উপর তোপ দাগলেন তিনি। মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধের প্রসঙ্গে কাশ্মীর ইস্যু উত্থাপন করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন,” যখন কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল তখন এখান থেকে বহু নেতা-নেত্রী চিৎকার চেঁচামেচি করছিলেন, তাহলে আপনারা কেন বন্ধ করেছেন? কেননা পরিস্থিতি সামাল দিতে পারছে না তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।”
এদিকে এই পরিস্থিতিতে বেশকিছু পুলিশের রদবদল ঘটেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, ” এটাতো মমতা ব্যানার্জি লোকের আই ওয়াশ করছে। কিছু করতে পারেন না শুধু কিছু পুলিশ অফিসারকে ট্রানস্ফার করে দেন। যেখানে পাঠিয়েছেন সেখানে গোলমাল হলে আবার সেখান থেকে এখানে পাঠিয়ে দেবেন। পুলিশ তো তার কাজ করার চেষ্টা করে বা করতে চাই । কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে। এখানে তাই এত উৎপাৎ বাড়ছে খুন-জখম ধর্ষণ বাড়ছে । পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে । পুলিশ নিজের থেকে কিছু করেনা কারণ তাদেরও মার খাওয়ার ভয়ে আছে । কারণ সরকার চায় না এগুলো বন্ধ হোক কারণ, এরাই এদের ভোট জেতায়।”
দিলীপ ঘোষ বলেন,” মমতা ব্যানার্জিকে সিপিআইএমের হরিজিৎ সিং সুরজিৎ এর ভূত চেপেছে। সিপিআইএম যখন এখানে ক্ষমতায় ছিল সকাল থেকে উনি উঠে এদিক ওদিক ঘুরে তৃতীয়, চতুর্থ ফ্রন্ট বানানোর চিন্তা করতেন, এই করতে করতে সিপিআইএম পার্টিটাই উঠে গেছে ।”
প্রধানমন্ত্রী তিনি হতে পারবেন না। বাংলা সামলাতে না পারলে তাকে বাংলাও হারাতে হবে বলে মত প্রকাশ করেন দিলীপ ঘোষ।