জেলাফিচার

স্থগিত আম মিষ্টি মেলা, আশাহত চাষি ও ব্যবসায়ীরা

এনএফবি, মালদাঃ

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় আম ও আম মিষ্টি মেলা আপাতত হচ্ছে না। এর ফলে মালদা জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা আশাহত। সোমবার এমনটাই জানালেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা।

উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ থেকে ২৩ জুন পর্যন্ত মালদা শহরের বৃন্দাবনি ময়দানে আয়োজন করা হয়েছিল আম ও আম মিষ্টি মেলার। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ায় আপাতত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার মালদা শহরের এনএস রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। তিনি আরও জানান এর ফলে জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা আশাহত।

উজ্জ্বল সাহা, সভাপতি মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। নিজস্ব চিত্র