ফিচারমহানগর

আজ থেকে চালু টালা সেতু

এনএফবি, কলকাতাঃ

নতুন করে আজকে থেকে শুরু হচ্ছে ৮০০ মিটার দীর্ঘ টালা সেতু। আপাতত এই সেতু দিয়ে ছোট গাড়ি চলবে, পুজোর পর বাস-সহ বড় গাড়ি চলার বিষয়টি খতিয়ে দেখা হবে। নতুন এই সেতুটি বানাতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। ২৪০ মিটার কেবল তারের উপর শূন্যে ঝুলবে এই সেতু। সেতুর দুই পাশেই রয়েছে ফুটপাত। নতুন সেতুটি চার লেনের। বহন ক্ষমতা ৩৮৫ টন।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। ২০১৯ সালের দুর্গাপুজোর আগে বিশেষজ্ঞ সংস্থা রাইটস জানায় টালা সেতুর হাল খারাপ। বিশেষজ্ঞ সংস্থার রিপোর্টের পাশাপাশি সেতু বিশেষজ্ঞ ভিকে রায়নার রিপোর্ট মিলে যাওয়ায়। ২০১৯ সালের দুর্গাপুজোর আগে সেতু বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সেতু পুননির্মাণের উদ্দেশ্যে ভাঙার কাজ শুরু হয়। আজ নতুন করে চালু হবে সেই সেতু। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৬২ সালে প্রথম টালা সেতুর উদ্বোধন হয় নতুন করে পুনর্নির্মিত সেতুর উদ্বোধন হচ্ছে ২০২২ সালে।