অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবারে বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা শোনা গেলো প্রাক্তন ভারতীয় অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেলের মুখে। চ্যাপেল নিজের কলমে লেখেন,”যখন আমি ভারতে কোচ হিসেবে কাজ করি ধোনিকে শুরুর থেকে দেখি। সব থেকে ভালো উদাহরণ হল ধোনি কীভাবে আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেকে দিনের পরে দিন উন্নত করা যায়। মাঠে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি ধোনির খুব ভালো। ক্রিকেটের মাঠে ওর মাথা খুব ঠান্ডা থাকে। যা খুব প্রশংসার দাবি রাখে।” গুরু গ্রেগ আরও জানান, “প্রথম থেকেই ধোনিকে দেখে আমার একজন স্পেশাল ক্রিকেটার মনে হয়েছিল। যখন ব্যাট করতে যেত মাঠে, নিজের ইনিংস সুন্দরভাবে গুছিয়ে নিত। কিপিং করার সময়ে বা ড্রেসিং রুমের আলোচনায় নানা আধুনিক ভাবনা দিত। এরপরে যতদিন গেছে নিজেকে আরও উন্নত করেছে। ভারতের জুনিয়রদের ধোনিকে দেখে শেখা উচিত।” এছাড়া ধোনির খেলা, তার কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ আর পাকিস্তানের বিরুদ্ধে ৭২ রানের ইনিংসের আলাদাভাবে প্রশংসাও করেন প্রাক্তন ভারতীয় কোচ। ২০০৪ সালে ধোনির অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। এরপরে ২০০৫ থেকে ২০০৭ সাল অবধি ভারতের কোচের হটশিটে ছিলেন গুরু গ্রেগ। চ্যাপেলের আমলে ভারতীয় ক্রিকেটে একাধিক বিতর্ক দেখা দেয়। জন রাইটের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন গ্রেগ চ্যাপেল। তার পরের দু’বছর বিতর্কে জর্জরিত হয়ে যায় ভারতীয় ক্রিকেট। বিশেষ করে, ওই সময়কার অধিনায়ক সৌরভের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল থেকে বাদ দেওয়া থেকে সচিন তেন্ডুলকারের সঙ্গেও চ্যাপেলের বিবাদ শিরোনামে চলে আসে। এরপরে ধোনি অধিনায়ক হয়ে ভারতকে টি২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতান। ব্যাট হাতে ধোনি একদিনের ক্রিকেটে করেছেন দশ হাজারের বেশি রান। ধোনিকে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হিসেবে আখ্যা দেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একদিনের ও টি২০ ক্রিকেটকে ভারতকে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন ক্যাপ্টেন কুল। ভারত প্রথম টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থানে আসে মাহির ক্যাপ্টেন্সিতেই । আন্তর্জাতিক ক্রিকেট থেকে দেড় বছর অবসর নিলেও গত বছর চল্লিশ বছরে এসেও তার দল চেন্নাই সুপার কিংসকে আইপিএল জেতান ক্যাপ্টেন ধোনি।