এনএফবি, শিলিগুড়িঃ
শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কুমারজোতে অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে একটি পিকঅ্যাপ ভ্যান ধাওয়া করে আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সেগুন কাঠ। তবে পিকঅ্যাপ ভ্যানের চালক ও খালাসি পালিয়ে যায়। এরপর কাঠ বোঝাই পিকঅ্যাপ ভ্যানটি আটক করে বনদপ্তরে নিয়ে আসে।
এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের ডেপুটি রেঞ্জার বররীর সিং বলেন, এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। তবে চালক ও খালাসি পালিয়ে যায়। উদ্ধার হওয়া সেগুন কাঠ গুলো সম্ভবত টুকুরিয়াঝাড় বনাঞ্চল থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং উদ্ধার হওয়া সেগুন কাঠগুলোর বাজার মূল্য তিন লক্ষ টাকা। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।