ক্রীড়া

টেস্ট সিরিজের পর ওয়ান ডে তেও হার টিম ইন্ডিয়ার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

টেস্ট সিরিজের মতো একদিনের সিরিজেও হার হজম করতে হল টিম ইন্ডিয়াকে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তাদের সাত উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ২৮৭ রান তুলেছিল ভারত। চার নম্বরে নেমে ৭১ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ। ৭৯ বলে ৫৫ রান অধিনায়ক কে এল রাহুলের। শূণ্য রানে আউট হন বিরাট কোহলি। ইনিংসের শেষদিকে সপ্তম উইকেটে ৩৭ বলে অবিচ্ছিন্ন ৪৮ রান যোগ করেন শার্দূল ঠাকুর (৩৮ বলে ৪০ অপরাজিত) এবং রবিচন্দ্রন অশ্বিন (২৪ বলে ২৫ অপরাজিত)।

আরও পড়ুনঃ বর্ণময় সুভাষ (১৯৫০ – ২০২২)
রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ২২ ওভারে ১৩২ রান যোগ করে প্রোটিয়াদের চালকের আসনে বসিয়ে দেন জেনম্যান মালান (১০৮ বলে ৯১) ও কুইন্টন ডি কক (৬৬ বলে ৭৮)। বাকি কাজটুকু সারতে সমস্যায় পড়েননি টেম্বা বাভুমা (৩৫), এডেন মার্করাম (৩৭ অপরাজিত), রাসি ভ্যান ডার ডুসেনরা (৩৭ অপরাজিত)। সিরিজের শেষ ম্যাচ রবিবার কেপটাউনে।

আরও পড়ুনঃপ্রয়াত সুভাষ ভৌমিক