এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও হার টিম ইন্ডিয়ার। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫২ রান তুলেছিল ভারত। তিলক ভার্মা ৪১ বলে ৫১, ঈশান কিষাণ ২৪ বলে ২৭ ও অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৮ বলে ২৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে ফেরান হার্দিক। একই ওভারে আউট করেন জনসন চার্লসকেও। এরপরেই পাল্টা আক্রমণের রাস্তায় গিয়ে ক্যারিবিয়ানদের চালকের আসনে বসিয়ে দেন নিকোলাস পুরান (৪০ বলে ৬৭)। কিন্তু পুরান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। ১২৬/৪ থেকে ১২৯/৮ হয়ে গিয়েছিল তাদের স্কোর। ভারতের জয়ের সম্ভাবনা যখন উজ্জ্বল দেখাচ্ছে তখনই চালিয়ে খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন আকিল হোসেন (১০ বলে ১৬ অপরাজিত) ও আলজারি জোসেফ (৮ বলে ১০ অপরাজিত)। কাজে লাগেনি হার্দিক (৩/৩৫), যুজবেন্দ্র চাহলদের (২/১৯) বোলিং। মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচ। যেখানে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই হার্দিকদের।