জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে উত্তেজনা

এনএফবি,জলপাইগুড়িঃ

জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন‌ অনুষ্ঠিত হল বুধবার। সভাপতি ও সম্পাদকের পদ ছাড়াও আর‌ও বেশ কয়েকটি পদের প্রার্থী‌রা নির্বাচনে অংশ‌গ্রহণ করে‌ছেন এদিন।

টানটান উত্তেজনা‌র মধ্য দিয়ে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হয়েছে এবার। একদিকে রয়েছে বাম, বিজেপি ও কংগ্রেস সমর্থক‌দের জোট। অন‍্যদিকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা একাই লড়াইয়ের ময়দানে রয়েছেন। এজন্য এই নির্বাচন‌কে ঘিরে এবার বেশ টানটান উত্তেজনা‌র মধ্য দিয়ে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল ।

যদিও জোট প্রার্থী জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অভিজিৎ সরকার বলেন, সম্পূর্ণ বন্ধুত্ব‌পূর্ণভাবে নির্বাচনে লড়াই করছেন তারা। শাসকদলের বিরুদ্ধে নিরপেক্ষ জোট এবারও জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন‍্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পার্থ চৌধুরি বলেন, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হওয়ার পর এর আগে জোটের ঘোট কি পরিস্থিতি তৈরি করেছিল তা সবাই জানেন। তাই এবার সকলেই তৃণমূলের পক্ষে রয়েছেন বলে মনে করেন তিনি।