এনএফবি, মুর্শিদাবাদঃ
তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় পাল্টা সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর ও সিপিএম এক কর্মীর বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের রাণীনগর থানার চর রাজাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটু পাড়া এলাকায়।
জানা যায়, এ দিন দুই তৃণমূল কর্মী তাদের জমি দেখতে যাওয়ার সময় ওই এলাকায় বাড়ি দলীয় তহবিলে চাঁদা আদায় করছিল সিপিআইএম কর্মীরা। সেই সময় তৃণমূল কর্মীরা সিপিআইএম কর্মীদের বলেন, তৃণমূল কর্মীদের বাড়িতে কেন কালেকশন করবে? এই বলে বছর শুরু হয়। আর এই বছর থেকেই শুরু হয় হাতাহাতি এই ঘটনায় মোট আহত হয় দুই পক্ষের চারজন। এই ঘটনার পরেই রানীনগর সিপিএম পার্টি অফিস ভাঙচুর করে এবং রানীনগর বাজারে সিপিআইএম নেতা হাফিজুল ইসলামকে মারধর করে এবং বাড়ির ভাঙচুর করে বলে অভিযোগ।