এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
কোলাঘাট নতুন বাজার হাট সংলগ্ন বাড়বড়িশা মৌজার ৬১০’ ৬১১, ৬১৩, ৬১৪ দাগে প্রায় ১৬৪ ডেসিমেল পরিধির একটি বহুল ব্যবহৃত জলাশয় রয়েছে। যেটি কলপুকুর নামে পরিচিত। স্থানীয়দের অভিমত প্রায় শতাব্দী প্রাচীন পুকুরটি হল কোলাঘাট বাজার এলাকার সব থেকে বড় মাপের জলাশয়।
পুকুর সংলগ্ন পূর্ব দাসপাড়া, বাগানবাড়ি, কাচারীপাড়া, রূপনারায়ণ পল্লি, নতুন বাজার হাটের প্রায় সহস্রাধিক মানুষ এই জলশয়টির উপর নির্ভরশীল। এলাকায় এছাড়া অন্য কোন বিকল্প জলাশয়ও নেই। এক ব্যক্তি এই গুরুত্বপূর্ণ জলাশয়েরই বৃহৎ অংশ কিনেছেন বলে দাবি করেন। এবং বহুতল নির্মাণের লক্ষ্যে আজ সকাল থেকে চারটি লরিতে করে ছাই দিয়ে পুকুর বোজাতে শুরু করেন। তৎক্ষণাৎ এলাকাবাসী জমায়েত হয়ে প্রতিবাদ করলে পুকুর বোজাতে আসা লোকজন প্রতিবাদীদের সরিয়ে জোর পূর্বক পুকুরে ছাই ফেলা শুরু করে। এরপর এলাকার আরও বহু মানুষ একত্রিত হয়ে পুকুর ঘিরে মানববন্ধন রচনা করেন এবং পুকুর রক্ষায় স্লোগান দিয়ে সম্মিলিত প্রতিবাদ দেখান। এর মধ্যে কোলাঘাট বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাট কারিদের এক জনকে আটক করে থানায় নিয়ে যান, এবং পুকুর ভরাটের কাজ বন্ধ করেন। এলাকাবাসীদের মধ্যে প্রবীর সাঁই, দেবকুমার ব্যানার্জি, মলিনা জানারা একযোগে জানিয়েছেন, “আমাদের বাবা-মায়েদের জন্মের আগে থেকে এই পুকুরটি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে। পাঁচটি পাড়ার মানুষ এর উপর নির্ভরশীল। আমরা কোন মতেই এই গুরুত্বপূর্ণ জলাশয়টি ভরাট করতে দেবো না। প্রয়োজনে এর জন্য আমরা বৃহত্তম আন্দোলন গড়ে তুলবো।”
এলাকাধীন কোলাঘাট বিট হাইসের ভারপ্রাপ্ত অফিসার বিভাস দোলই জানান, “এ ভাবে জলাশয় বোজানো যায় না। ওনারা কিসের ভিত্তিতে জলাশয় বোজাতে গিয়েছিলেন তা আমরা তদন্ত করে দেখছি, এর জন্য এক জনকে কোলাঘাট বিট হাউসে নিয়ে আসা হয়েছে।”