এনএফবি, মুর্শিদাবাদঃ
টাকা দিয়ে চাকরি না হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় লালগোলার সারপাখিয়া গ্রামের আব্দুর রহমান।আব্দুরের মৃত্যুর জন্য দায়ী প্রতরণা চক্রের সকলকে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত যুবকের পরিবারকে চাকরির দাবিতে শনিবার বিকেলে ডিওয়াইএফআই এবং এসএফআই’এর থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এ দিন লালগোলা নতুন বাসস্ট্যান্ড থেকে থানা ঘেরাও কর্মসূচি শুরু হয়। সারপাখিয়া গ্রাম থেকে শতাধিক গ্রামবাসী ঘেরাও কর্মসূচিতে যোগদান করেন। বিক্ষোভকারীদের আটকাতে থানার একশো মিটার আগে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। বেলা ৪টার সময় বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙ্গে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
২৭ সেপ্টেম্বর কীটনাশক খেয়ে আত্মঘাতী হন আব্দুর রহমান। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।