অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
গত কয়েক বছরে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন আফগানিস্তান স্পিনার রশিদ খান। কিন্তু তাকে দলে নেয় নি সানরাইজার্স। শুরু হয় বিতর্ক। সানরাইজার্স কর্তৃপক্ষ থেকে জানানো হয়, রশিদ তার দাম বাড়াতে চেয়েছিল আর যে কোনো ক্রিকেটারের এই অধিকার আছে নিজের দাম বাড়ানোর। তাই তার ইচ্ছাকে সম্মান দিয়ে রশিদকে ছেড়ে দেওয়া হয়। যদি দামের মধ্যে পাওয়া যায় অবশ্যই রশিদকে দলে নেবে তারা।
এদিকে রশিদ টুইট করে জানান, “সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দুর্দান্ত সফরের সাক্ষী ছিলাম। আপনাদের সমর্থন, ভালোবাসা এবং আমায় বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আর অরেঞ্জ আর্মির সমর্থক, আপনারা শক্তির স্তম্ভ ছিলেন। এরকম দুর্দান্ত সমর্থকদের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।”
It has been a wonderful journey with the @sunrisershyd 🧡
— Rashid Khan (@rashidkhan_19) December 1, 2021
Thank you for your support, love and for believing in me 🙏
To the #OrangeArmy you’ve been my pillar of strength and I shall forever be grateful for such wonderful fans 🧡🙏 pic.twitter.com/1yIx1oVKXO