জেলা

পিংলা কাণ্ডে ধৃতকে তোলা হল মেদিনীপুর আদালতে

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা কাণ্ডে ধৃত পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডলকে নিয়ে আসা হল মেদিনীপুর আদালতে। প্রসঙ্গত নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় অভিজিৎ মণ্ডলকে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫১১ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। সূত্রের খবর বুধবার আদালতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে পুলিশ।

অন্যদিকে গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য পিংলায় নির্যাতিতাকে নিয়ে আসা হল মেদিনীপুর আদালতে। মঙ্গলবার রাতে অভিযোগ দায়েরের পর বুধবার নির্যাতিতাকে প্রথমে নিয়ে আসা হয় পিংলা থানায়। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর আদালতে। ম্যাজিস্ট্রেটের সামনে আজই রেকর্ড করা হবে নির্যাতিতার গোপন জবানবন্দি।

আরও পড়ুনঃ পিংলায় প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে