টেন্ডারে অনিয়ম নেই দাবি কর্মাধ্যক্ষের

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

টেন্ডারে অনিয়মের অভিযোগকে নস্মাৎ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঁয়া। সম্প্রতি জেলা পরিষদের টেন্ডার নিয়ে স্বজনপোষণের অভিযোগ ওঠে। তবে এই ধরণের কোনো অভিযোগ জেলা পরিষদে আসেনি বলে দাবি। পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঁয়া বলেন, ২০০৭ সাল থেকে ১ লক্ষ টাকার উপরে যেকোনো কাজ ই-টেন্ডার হয়। সুতারাং সেই টেন্ডার পাইয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই। স্কুটিনি করার সময় কাগজপত্র ভূল হলে সেটা বাতিল হয়। সেটা টেন্ডার জমাকারীরা দেখতে পান। মফিজুদ্দিন মিঁয়ার কথায়,”কাজ সময়মত না করার জন্য এবছর আমরা ১০ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করেছি ঠিকাদারদের।” কোনো আঁতাত থাকলে এটা হতনা বলে সাফাই দিয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ।

পূর্ত কর্মাধ্যক্ষ। নিজস্ব চিত্র