এনএফবি, কোচবিহারঃ
আগামী কাল কোচবিহারে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার ১৫৭ তম জন্মদিবস উপলক্ষে অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী।
কোচবিহার বানেশ্বর সিদ্ধেশ্বরীর কাছে রয়েছে মনীষী পঞ্চানন বর্মার জন্ম দিবস উপলক্ষে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী আসার আগের দিন কোচবিহারে প্রস্তুতি রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই হেলিপ্যাড তৈরি হয়েছে কোচবিহার এবিএন শীল কলেজের মাঠে। হেলিপ্যাডে ট্রায়াল রান ইতিমধ্যে শেষ হয়েছে।
জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাগডোগরা বিমানবন্দরে চলে এসেছেন। শিলিগুড়িতে সার্কিট হাউজে রাত্রিযাপন করে কাল সকালে রওনা হবেন কোচবিহারের উদ্দেশ্যে। দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠান রয়েছে বানেশ্বর সিদ্ধেশ্বরী মাঠে । মুখ্যমন্ত্রী আসার আগের তারই শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে কোচবিহারে ৷
আরও পড়ুনঃ খুলছে প্রাথমিক স্কুলের দরজা, নির্দেশিকা জারি নবান্নর