চাষের খরচ উঠবে না! হরিহরপাড়ায় রাস্তায় ভেন্ডি ছিটিয়ে বিক্ষোভ কৃষকদের

এনএফবি, মুর্শিদাবাদঃ

রাস্তার উপর ভেন্ডি ছিটিয়ে বিক্ষোভ চাষীদের। হরিহরপাড়া থানার মিয়ার বাগান হাট সংলগ্ন এলাকার ঘটনা। চাষীদের অভিযোগ সোমবার সকাল থেকেই মহাজনরা চাষীদের থেকে ২৫ থেকে ৩০ টাকা কিলো করে ভেন্ডি কিনছিল। বেলা গড়াতেই সেই ভেন্ডির দাম কমিয়ে ১৫ থেকে ১৭ টাকা করে নিচ্ছে। যদিও সেটা সম্পূর্ণ অস্বীকার করেছে মহাজনরা। তাদের দাবি প্রথম থেকে কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে। কৃষকরা রাস্তায় ভেন্ডি ছিটিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি ৩০ টাকা কেজি করে ভেন্ডি কিনতে হবে। কুইন্টাল প্রতি ১২ কেজি করে বাদ দেওয়া যাবে না। হরিহরপাড়ার মিয়ার বাগান হাট সংলগ্ন এলাকায় চাষীদের মধ্যে ব্যাপক উত্তেজিত সৃষ্টি হয়। চাষীদের অভিযোগ সার কীটনাশকের দাম যথেষ্টই বৃদ্ধি, ভেন্ডি বিক্রি করে কীটনাশকের দাম উঠবে না ।ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় চাষী এবং মাহাজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র